
আগামী সেপ্টেম্বর পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা: শেখ হাসিনা
বাংলাদেশের করোনা পরিস্থিতি ঠিক না হলে আগামী সেপ্টেম্বরের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৭ এপ্রিল) প্রধানমন্ত্রী ৮টি জেলার সাথে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি যদি না বদলায় তাহলে সেপ্টেম্বরের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে না।
তিনি আরো বলেন, আগে দেশ থেকে করো না বিদায় নেবে,
তারপর শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে।
যে 8 টি জেলার সাথে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের এসব কথা বলেন, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, নাটোর, পাবনা, এবং সিরাজগঞ্জ।
এই ৮টি জেলার সাথে ভিডিও কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে বাংলাদেশ টেলিভিশন, এবং বাংলাদেশ বেতার।
এর আগে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের চার দফায় ৪৮ জেলার সাথে কথা বলেন।
Leave a Reply