আগামী ডিসেম্বরেই মিলবে প্রাণঘাতী করোনার ভ্যাকসিন; ড. আসিফ মাহমুদ

সারা বিশ্বের বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে এবার বাংলাদেশ আবিস্কার করতে যাচ্ছে করোনা ভাইরাসের ভ্যাকসিন ।

আর এই ভ্যাকসিন আবিষ্কারের দাবি জানিয়েছেন ‘গ্লোব বায়োটেক লিমিটেড’ নামের একটি ওষুধ উৎপাদন প্রতিষ্ঠান কোম্পানি।

এরইমধ্যে বড় কোনো ধরনের প্রতিবন্ধকতার শিকার না হলে ট্রায়াল শেষে আগামী ডিসেম্বরে এই ভ্যাকসিন বাজারে আনতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ড. আসিফ মাহমুদ।

শুক্রবার ৩ জুলাই সাংবাদিকের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব দাবি করেন।
‘আপনাদের ভ্যাকসিন সফল হলে বাজারে আসতে প্রায় কতদিন লাগতে পারে?’

সাংবাদিকের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আপাতত ছয় থেকে আট সপ্তাহ সময় নিচ্ছি আমাদের রেগুলেটেড এনিমেল ট্রায়াল করতে।

এরপর আমরা ক্লিনিক্যাল ট্রায়ালের প্রটোকল বিএমআরসিতে (বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ) জমা দেব।
বিএমআরসির অথোরাইজেশন বোর্ড আমাদের অনুমতি দিলে সিআরও দিয়ে ক্লিনিক্যাল ট্রায়ালে যাব।

এরপর আমরা মার্কেট অথোরাইজেশনের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছে যাব। এখানে কিছু বিষয় আছে, যেগুলো আমাদের হাতের নাগালে নেই।

যেহেতু এই ভ্যাকসিনটা আমাদের দেশে প্রথম আবিষ্কৃত হয়েছে, সেহেতু এটা সবার জন্যই নতুন একটি অভিজ্ঞতা।

এখানে পদে পদে যেসব প্রতিবন্ধকতা আসবে, সেগুলো আমরা যদি একে একে সমাধান করতে পারি, তাহলে আমি আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যেই করোনা ভাইরাসের এই ভ্যাকসিন আমরা বাজারে আনতে পারব।

Articles You May Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *