
আগামীর বানিজ্যিক চলচ্চিত্রের তারকা সিয়াম!
২০০০ এর পরবর্তী সময়ে টিভি মিডিয়ায় নিয়মিত কাজের পর চলচ্চিত্রে এসেছে এমন তারকাদের মাঝে সিয়ামই সবথেকে সফল তারকা।
সিয়ামের সফলতায় আসলে ভীষন খুশি আমি কারন সিয়াম চলচ্চিত্র শিল্পকে ভালোবেসেই কাজ করছে।যেখানে টিভি মিডিয়ার চুনোপুটিরা চলচ্চিত্রে এসে বলে আমি বানিজ্যিক চলচ্চিত্রে কাজ করবোনা শুধু ব্যাতিক্রম হলে করবো সেখানে সিয়াম একের পর এক বানিজ্যিক চলচ্চিত্র করে যাচ্ছে এবং দর্শক ছবি গুলোর ভূয়সী প্রশংসা করছে।
সত্যিকার অর্থে বানিজ্যিক চলচ্চিত্রে কাজ করার ব্যাপারে নেগেটিভ ধারনা পোষন যারা করে তারা অভিনয়ের দূর্বলতার কারনেই নাক সিটকায়।
আমার যেটা মনে হয় বানিজ্যিক চলচ্চিত্রকে ভালো না বাসলে বা সম্মান না করলে সিনেমায় প্রতিষ্ঠা বা সফল তারকায় পরিনত হওয়া যায় না।
সিয়াম চলচ্চিত্রে প্রতিষ্ঠা পাবার জন্যেই এসেছে।তাইতে সে একাধারে বিগবাজেটের সব বানিজ্যিক চলচ্চিত্র করে যাচ্ছে।
আমরা অতীতে দেখেছি বানিজ্যিক চলচ্চিত্রে যারা সফল তারা অফট্রাকে সহজেই মানিয়ে নিতে পারে কিন্তুু যারা শুধু অফট্রাকে কাজ করে তারা বানিজ্যিক চলচ্চিত্রে ভীষনভাবে দূর্বল এবং অসফল।
সিয়ামের এই সাহস এবং বানিজ্যিক চলচ্চিত্রের প্রতি ভালোবাসাই সিয়ামের নাম চলচ্চিত্রের ইতিহাসে জ্বলজ্বল করে জ্বলবে।
সিয়ামের আপকামিং চলচ্চিত্রঃ
১। শান ( পূজা চেরী )
২। বিশ্ব সুন্দরী ( পরিমনি )
৩। স্বপ্নবাজি ( মাহি,ঐশি,পিয়া )
৪। গিয়াস উদ্দিন সেলিমের আনটাইটেলড সিনেমা।
আরোও কিছু সিনেমা নিয়ে আলাপ-আলোচনা চলছে,শীঘ্রই অফিশিয়াল ঘোষণা আসবে।
সিনেমার আগামীর সবথেকে সফল এই তারকার জন্যে শুভ কামনা।
Leave a Reply