অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে গ্রেপ্তার যশোর কোতোয়ালি থানার


ডিএমপি নিউজ : যশোরের কোতোয়ালি থানা-পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১টি চায়নিজ কুড়াল, ১টি চাকু ও ২টি রেঞ্জ জব্দ করা হয়।

শুক্রবার বিকেলে কোতোয়ালি থানাধীন কালেক্টরেট জামে মসজিদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. মইনুদ্দিন খোকন ও মেহেদী হাসান নয়ন। তাদের বাড়ি কোতোয়ালি থানা এলাকায়।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিফ আকবর জয় জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *