
অলরাউন্ডার ‘সাকিব আল হাসান’ বানালেন সর্বকালের সেরা আইপিএল একাদশ
ক্রিকেট বিশ্বের প্রিমিয়ার লীগ হিসেবে ভারতের আইপিএল একটি গুরুত্বপূর্ণ লীগ।




ভারতের আইপিএলে সব খেলোয়াড়ের পছন্দের একটি লীগ,
ভারতের এই আইপিএলে সব ধরনের ভালো খেলোয়ার কে ইনভাইট করা হয়।
এবং ভালো খেলোয়াড়দেরও একটা স্বপ্ন থাকে তারা ভারতের আইপিএল খেলবে।




আর ভারতের যে আইপিএল খেলা টি হয় এটা অনেক উন্নতমানের লীগ এবং চমৎকার হয়।
প্রতিটা প্লেয়ারকে বিপুল টাকার বিনিময় কিন্তু হয় প্রতিটি দলের মালিক কে।
সেইসাথে দর্শকরাও এই আইপিএল খেলা দেখে অনেক তৃপ্তি এবং মজা পায়।




বাংলাদেশের শাকিব আল হাসান আইপিএল খেলার অনেক অভিজ্ঞতা আছে।
সাকিব আল হাসান সর্ব মোট ৮ বার আইপিএল খেলছেন।




সাকিব-আল-হাসান আইপিএলে কলকাতা এবং হায়দ্রাবাদ এর মধ্যে পিয়ার হিসেবে অংশগ্রহণ করেছিলেন।
আইপিএলে ভারতের প্রতিটা দল প্রায় স্ট্রং হয়ে থাকে।




এর মাঝে সাকিব আল হাসানের চোখে আইপিএলের একটি সেরা একাদশ..




সাকিবের পছন্দের আইপিএল একাদশ : রবিন উথাপ্পা, ডেভিড ওয়ার্নার, গৌতম গম্ভীর (অধিনায়ক), মনিশ পান্ডিয়া, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, ভুবনেশ্বর কুমার, লক্ষ্মীপতি বালাজি ও উমেশ যাদব।




Leave a Reply