অবশেষে ‘করোনা ভাইরাস’ থেকে মুক্ত হলেন বিএনপির সংসদ সদস্য “রুমিন ফারহানা”

করোনা ভাইরাসের কারণে আজ সমস্যা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে, প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এই প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্ত হচ্ছে, এবং এই ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ মৃত্যুর পথযাত্রী হচ্ছে।

এই করোনাভাইরাস প্রায় সব বয়সের মানুষকে আক্রমণ করছে। এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল সংসদের সংরক্ষিত নারী আসনের রুমিন ফারহানা।
সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা করোনার বিপক্ষে লড়াইয়ে জয়ী হয়েছেন।

গতকাল রোববার (২৩ আগস্ট) তার করোনার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান।

এদিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে করোনা নেগেটিভের কথা উল্লেখ করে বিএনপির এই সাংসদ বলেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে আমি এখন করোনামুক্ত।’

এর আগে গত ১১ আগস্ট বিএনপির এই সাংসদের করোনা পজেটিভ শনাক্ত হয়।

Articles You May Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *