May 20, 2022 || 9:25 pm

অপ্রাপ্ত বয়’স্ক স্কুলছাত্রীদের ‘উধাও ঠেকা’তে’ প্রত্যেক বিদ্যাল’য়ের শ্রেণিকক্ষে সচেতনতামূ’লক সভা করছে থানা পুলিশ..।

নোয়াখা’লীর কোম্পানীগঞ্জে প্রেমঘটিতে কার’ণে অপ্রাপ্ত বয়’স্ক স্কুলছাত্রীদের ‘উধাও ঠেকা’তে’ প্রত্যেক বিদ্যাল’য়ের শ্রেণিকক্ষে সচেতনতামূ’লক সভা করছে থানা পুলিশ।

বুধ’বার (১৮ মে) বিকেলে বসুরহাট একা’ডেমি উচ্চ বিদ্যা লয়ে ও বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে ‘রঙমালা উচ্চ বিদ্যা’লয়ে এমন সভার আয়ো’জন করা হয়।

এসব স’ভায় প্রধান অতিথি হিসেবে উপস্থি’ত ছিলেন কোম্পা’নীগঞ্জ থানার পরিদর্শক (তদ’ন্ত) এসএম মিজানুর রহমা ন।

বিষয়টি নি’শ্চিত করে তিনি বলেন, ‘এলা’কায় ইভটিজিং, বাল্য’বিয়ে, অসম প্রেম, অ’প্রাপ্ত বয়স্ক কিশো রীদের পলায়নসহ সামাজিক ব্যা’ধি রোধে সচেত’নতা তৈরিতে বিদ্যালয়ে বিদ্যা’লয়ে এমন কর্মসূচি পালন ক’রছে পুলিশ। এসব বিষয়ের কু’ফল ও পরিণতি সম্প’র্কে শ্রেণিকক্ষে ছাত্র-ছাত্রী’দের ধারণা দেওয়া হচ্ছে’। পর্যায়ক্রমে সব বিদ্যা’লয়ে এ ধরনের ক্লাসের আয়ো’জন করা হবে।’

এর আগে বুধবা’র দুপুরে থানার ওপ’ন হাউজ ডে অনু’ষ্ঠানে এসএম মিজানুর রহ’মান বলেন, ‘কোম্পানী’গঞ্জে গত এক সপ্তাহে বিভিন্ন বিদ্যা’লয়ের নবম-দশম শ্রেণি’তে পড়ুয়া ১৩ ছাত্রী প্রেমের টা’নে উধা’ও হয়ে গেছে। এর মধ্যে পাঁচজ’নকে পুলিশ উদ্ধার করেছে। দুজন’কে শনাক্ত করা যায়নি। বা’কিরা তাদের পরিবার বি’য়ে মেনে না নিলে আত্মহ ত্যার হুমকি দিয়ে পলাতক রয়ে’ছে।’

বসুরহাট একা’ডেমির শ্রেণিকক্ষের সচেত’নতা সভায় বিদ্যালয় পরিচা’লনা কমিটির সহ-সভা’পতি অধ্যক্ষ আবুল বা’শার, সেক্রেটারি আমির হো’সেন, সদস্য মিজানুর রহ’মান সেলী, ফরহাদ হোসেন ভু’ইয়া মুকুল, আফতাব আ’হমেদ বাচ্চু, ফারুকুল ইস’লাম, সাইফ উদ্দিন সবুজ প্রমুখ উপস্থি’ত ছিলেন।

বসুরহাট একা’ডেমি পরিচালনা কমিটির সেক্রে’টারি আমির হোসে’ন জাগো নিউজকে বলেন, ‘নব’ম-দশম শ্রেণির শিক্ষা’র্থীদের বাল্যবিয়ে ও প্রেমে’র টানে পালানো’র ক্ষতিকারক দিক নিয়ে থা’নার পক্ষ থেকে সচেতন’তার আয়োজন করা হয়। এ স’ময় ছাত্রছাত্রীরা এসব পথে না যাও’য়ার শপথ করে।’

.

Related Posts
x